মা ভাইয়ের সাথে অভিমান করে গলায় ফাস দিয়ে ফাহমিদা আক্তার (১৩) নামের মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
শনিবার সন্ধ্যায় সারে পাঁচটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দারমানিক র্পূবপাড়া এলাকার আলাউদ্দিনের বাসায় এ দূর্ঘটনা ঘটে ।
নিহত ঐ কিশোরী বরিশালের মেহেদিগঞ্চের বালিয়া গ্রামের হোসেন সরদারের মেয়ে । সে তার পরিবারের সাথে উপজেলার আন্দারমানিক এলাকায় ভাড়া থেকে স্থানীয় হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসায় ছষ্ঠ শ্রেনীতে পড়াশোনা করতেন। নিহতের বাবা হোসেন সরদার সৌদি প্রবাসী।
স্থানীয়রা নিহতের পরিবার ও পুলিশ সুত্র জানা যায়, তিনদিন ধরে ঐ কিশোরী কোন খাবার না খাওয়ায় মা শিল্পি বেগম খাবার না খাওয়া নিয়ে বকাজকা করেন এ সময় কিরোরীর বড় ভাই ফাহিম সরদার (১৫) চর থাপ্পর মেরে বাসার বাহিরে চলে গেলে আর মা রান্না ঘরে থাকায় এই সুযোগে কিশোরী ঘরের আড়ার সাথে উড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার সাথে সাথে ঘরের দরজা ভেঙ্গে কিশোরীর মা সহ আসে পাশের ভাড়াটিয়ারা উড়না কেটে লাশ নামিয়ে পুলিশে খবর দেয় । খবর পেয়ে রাত সাওে আটটার দিকে মৌচাক ফাড়ি পুলিশ লাশ নিচে নামানো অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় নিহতের ভাই ফাহিম বলেন তিনদিন ধরে আমার বোন ঠিকমত খাওয়া দাওয়া করেনা এ নিয়ে মা বকাজকা করে আমিও দুইটি থাপ্পর দিলে আমাদের উপর অভিমান করে গলায় ফাসদিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় মৌচাক ফাড়ির এস আই রফিক জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে আলামত অনুযায়ী বুঝা যাচ্ছে আত্মহত্যা । লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর পাঠানো হবে। তবে নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়া নেওয়ার জন্য আবেদন করেছেন।