গাজীপুরের কালিয়াকৈরে গতকাল শনিবার দুপুরে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার গ্রা্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কালিয়াকৈর বাজার এলাকায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
শুধুমাত্র আইনের সঠিক ব্যবহার সড়ক দুর্ঘটনা রক্ষা করতে পারে এ বিষয়টি নিয়ে আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে কালিয়াকৈর ব্যাংকারস এসোসিয়েশন। এ বিতর্ক প্রতিযোগীতায় ৪টি স্কুল অংশ্রগ্রহণ করেন। এ বিতর্ক প্রতিযোগিতার গ্রা্যান্ড ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারী সকলকে সনদ প্রদান করা হয়। গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনের সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অনিন্দ্য গুহ। এ বক্তব্য রাখেন- সফিপুর খাজা বদরুদোজা মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. বখতিয়ারসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর ব্যাংকারস এসোসিয়েশনের সদস্য, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষাথর্ীসহ অভিভাবকরা।