বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা: জোবায়দা রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা জড়িয়ে তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালতের দেয়া রায় কে প্রত্যাখ্যান করি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর রুপনগর এলাকায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কালিয়াকৈর পৌর ছাত্রদল।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে ৪ টার দিকে পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মনির বাবুর নেতৃত্বে পৌর ছাত্রদলের একটি মিছিল উপজেলার আনসার একাডেমী তিন নাম্বার গেইট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে সফিপুর বাজার এসে শেষ হয়। সংক্ষিপ্ত বক্তব্যে পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহ্ববায়ক মনির বাবু বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনি জোবায়দা রহমানের বিরুদ্ধে করা মিথ্যা মামলা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে আদালতের রায় প্রত্যাহার করতে হবে।আমরা এ রায় মানি না। বেগম খালেদা জিয়ার মুক্তি সহ মিথ্যা মামলার রায় প্রত্যাহার না করা পর্যন্ত আমরা রাজপথে আন্দোলন চালিয়ে যাবো। এসময় বিক্ষোভ মিছিলে পৌর ছাত্রদলের পর্দায় দুই শতাধিক নেতাকর্মীরা এতে অংশ নেয়।