গাজীপুরের কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় রবিবার সকালে বিনামূল্যে গবাদি পশু ও হাঁস-মুরগির চিকিৎসা সেবা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনীর সাভার এরিয়ার একটি দল। উপজেলার জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের মাঠে আর ভি এন্ড এফ ডিপো এবং মিলিটারি ফার্ম সাভারের ব্যবস্থাপনায় এ চিকিৎসা সেবা উদ্বোধন করেন আর ভি এন্ড এফ ডিপোর অধিনায়ক কর্নেল মো: তুহিন হাসান পিএসসি, পিএইচডি।
এ সময় উপস্থিত আরভিএন্ডএফ ডিপোর উপ- অধিনায়ক লে: কর্নেল মো: মোশফেকুজ্জামান খান, মেজর প্রদীপ কুমার সরকার আর ভি এফ সি, মেজর মো: মোশারফ হোসেন, আর ভি এফ সি, ক্যাপ্টেন মারুফ হাসান, আর ভি এফ সি লে: মো: শাহাদত হোসেন পারভেজ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ফৌজিয়া কাদির এবং জাথালিয়া আলাল সিকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বোরহান উদ্দিনসহ সেনাসদস্য জনপ্রতিনিধি ও খামারিরা।
উক্ত ভেটেরিনারি ক্যাম্পেইনে সর্বমোট ৩২৪৫টি গরু, ৭০টি মহিষ, ৯৩৬টি ছাগল/ভেড়া, ২৯৯০টি হাঁস-মুরগি এবং ১০৫০টি কবুতরকে প্রয়োজনীয় কৃমিনাশক, টিকা, ঔষধসহ লালন পালনের পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনগণ সেনাবাহিনীর জনসেবা মূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।