গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিশবাথান এলাকা থেকে অজ্ঞনামা (৫৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
স্থানীয়রা পুলিশ সূএ জানা যায়, শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫ টার দিকে উপজেলার মাকিসবাথান এলাকার হাইটেক সিটি র্পাকের বাউন্ডারি সংলগ্ন পঁচা পানির ডোবায় স্থানীয়রা লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে অঞ্জাত ব্যক্তির র্অধগলিত লাশ উদ্ধার করে।
এ সময় ঐ ব্যক্তির পরনেছিল খয়েরী রং এর র্সাট তবে এখনো লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
পরে লাশটিকে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি (তদন্ত) আবুল বাসার জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তদের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় জানাযায়নি। হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর জানা যাবে।ে