গাজীপুর
বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সকল শহীদদের ৪৬ তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া ও মিলাত মাহফিল গণ ভোজের আযোজন করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি আঞ্চলিক সড়কের বলিয়াদি বাজার এলাকায় শুকবার (২০শে আগষ্ট) বিকালে এই আয়োজন করা হয়। শ্রীফলতলী ইপি আওয়ামী লীগের সহ সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা কল্যান পরিষদের উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান জন ও সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ পাপ্পুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আ’লীগের সাবেক যুগ্ন আহবায়ক ও আটাবহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান ইয়াসিন,হারুনুর রশিদ সিকদার, বাবু ভজন গোপাল সাহা,ডাক্তার নাসির সহ শ্রীপলতলী ইউনিয়নের আওয়ামীলের নেতাকর্মী বৃন্দ।