গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গত রবিবার রাতে ৫ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
পাঁচ বছরের ওই শিশুকে ধর্ষন চেষ্টার ঘটনা ঘটেছে উপজেলার উলুসাড়া এলাকার আব্দুল মান্নাের বাড়িতে।
অভিযুক্ত ধর্ষণ চেষ্টা করী হলেন,কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গঙ্গাপ্রসাদ এলাকার আজগর আলীর ছেলে মো: জুলহাস (২০)। গ্রেফতারকৃত জুলহাস উপজেলার উলুসাড়া এলাকার আব্দুল মান্নানের বাড়িতে সপরিবারে ভাড়ায় বসবাস করতেন।
থানায় দায়েরকৃত মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৮ই ডিসেম্বর) রাত সাড়ে দশ টায় উপজেলার উলুসাড়া এলাকায় আব্দুল মান্নানের বাড়ির সামনে ওই বাড়ির সবগুলো পরিবার ফুটবল খেলা দেখছিলেন।পুরো বাড়ি ফাঁকা পেয়ে অভিযুক্ত জুলহাস ভুক্তভোগী ওই শিশু কন্যাকে প্রলোভন দেখিয়ে উক্ত বাড়ির নির্মানাধীন একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর চিৎকারে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে অভিযুক্ত জুলহাস পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে এলাকার লোকজন অভিযুক্তকে আটক করে কালিয়াকৈর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ভুক্তভোগী ওই শিশুর পিতা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি ধর্ষন চেষ্টার মামলা দায়ের করেন।
কালিয়াকৈর থানার তদন্ত ওসি মোহাম্মদ আবুল বাশার জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত ধর্ষণ চেষ্টা কারী জুলহাস কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।