গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকার সোমবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুর কাঁচামাল আড়ৎদার মালিক গ্রুপের উদ্যোগে এ সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ১৯ মার্চ গাজীপুর চান্দনা চৌরাস্তায় সশস্ত্র প্রতিরোধ আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস আব্দুস সাত্তার মিয়া উপস্থিত ছিলেন।
জাতীয় শ্রমিকলীগ বাসন মেট্রোপলিটন থানার সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ইমান উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক মজিবুর রহমান, আব্দুল জলিল, আওয়ামীলীগ নেতা আবুল হোসেন মন্ডল, হাজী ছিদ্দিকুর রহমান, মহানগর মৎসজীবী লীগের সভাপতি আসাদুজ্জামান কবির, সাধারণ সম্পাদক শওকত আলম ও কঁাচামাল আড়ৎদার মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খন্দকার শাহজাহান প্রমুখ। অনুষ্ঠানে ২৫জন বীর মুক্তিযোদ্ধা এবং সম্মানিত অতিথিদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করা হয়।