গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় সোমবার দুপুরে গাড়ির ধাক্কায় সাগর মিয়া (১৬) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
নিহত হলেন- ময়মনসিংহের ভালুকা থানার কোট ভবন রোড এলাকার মানিক মিয়ার ছেলে সাগর মিয়া (২৬)। তিনি মাওনা এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
মাওনা হাইওয়ে থানার উপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সাগর মিয়া। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরের আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে সাগর মিয়াকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।