সেভেন্টি ওয়ান প্রেসক্লাব আয়োজিত গাজীপুরের কালিয়াকৈরে “বাংলাদেশ প্রেস কাউন্সিল” কর্তৃক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা ও অংশ গ্রহনকারী সংবাদকর্মীদের মাঝে সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে সেভেন্টি ওয়ান প্রেসক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান মনির এর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।
আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য উৎপল কুমার সরকার ও কিবরিয়া চৌধুরী, বাংলাদেশ প্রেস কাউন্সিলের নিয়ন্ত্রক (সুপারিনটেনডেন্ট) শাখওয়াত হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুস সাওার।
এ সময় বিচারপতি নিজামুল হক নাসিম সাংবাদিকতার নীতিমালা, বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন ও প্রেস কাউন্সিলের আইন ও সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সেমিনার শেষে সকল সাংবাদিকদের মাঝে বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ ধারণাপএের বই, কলম ও সার্টিফিকেট প্রদান করা হয়।