গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় একদল চিহ্নিত ব্যক্তিরা চাঁদা না পেয়ে টিনের বেড়া দিয়ে একটি বাড়ীর সড়ক ও বাড়ীর ভিতরে যাতায়াতের সড়কটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক তারা মিয়ার ছেলে মো: শাকিল বাদী হয়ে কালিয়াকৈর থানায় আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেনের নামে একটি অভিযোগ দিয়েছেন। বাদীর দাবী তার কাছে অভিযোগে উল্লেখিত দুই ব্যক্তি ৫ লাখ টাকা চাঁদাবাদী করেছেন। তাদের দাবীকৃত চাঁদা দিতে না পারায় তার নিমার্ণাধীন বাড়ী নিজস্ব সড়ক ও বাড়ীর ভিতরে ঢুকার সড়কটি টিনের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। ফলে গত এক সাপ্তাহ ধরে বাড়ীর ভিতরে ঢুকতে না পারায় নিমার্ণাধীন কাজ বন্ধ রাখতে হয়েছে।
মামলার অভিযোগে ও বাদী জানান, কালিয়াকৈর উপজেলার মাঝুখান এলাকায় দীর্ঘ ৩০ বছর আগে ১৮ শতাংশ জমি ক্রয় করেন মো: শাকিল। পরে ওই জমিতে বাউন্ডারী সহ জমিতে একতলা ভবনের একটি মার্কেট করেন। সেখানে ১৯টি দোকান ঘর ভাড়া দিয়ে ভোগ দখল করে আসছে। গত ১৬ ডিসেম্বও এলাকার মৃত মুনছের আলীর ছেলে আনোয়ার হোসেন ও ছানোয়ার হোসেনের নেতৃত্বে ৪/৫ জন লোক জমির দখল ছেড়ে দিতে বলে। জমি ছেড়ে না দিলে ৫ লাখ টাকা দিতে হবে বলে দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় আনোয়ার হোসেন ও ছানোয়ার হোসেনের নেতৃত্বে ৪/৫ জন লোক আমার কাজের মিস্ত্রিদের কাজ করার বাধা প্রদান করে। পরে কাজের মালামাল ফেলে দিয়ে মিস্ত্রিদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ীর সড়ক ও বাড়ীতে ঢুকার স্থানটি টিনের বেড়া দিয়ে আটকিয়ে দেন। এ নিয়ে তাদের কাছে জানতে চাইলে আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেন গালাগালিজ করে এক পযার্য়ে মো: শাকিলকে মারধরের চেষ্টা করেন। এ সময় মো: শাকিল এর ডাক চিৎকারে আসে পাশের লোকজন ছুটে আসলে তারা শাকিলকে মেরে ফেলার হুমকি দিয়ে চলিয়া যায়।
অভিযুক্তি আনোয়ার হোসেন জানান, আমরা কোন টাকা চাইনি। আমাদের জমি শাকিলের ভিতরে রয়েছে। সেই জমি ছেড়ে দিতে বললেই আমাদের নামে নানা অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার বাদী মো: শাকিল জানান, আমার নিমার্ণাধীন বাড়ী করার সময় আনোয়ার হোসেন ও সানোয়ার হোসেন নামের দুই ব্যক্তি আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করেন। তাদের দাবিৃকত টাকা না দেওয়ায় আমার বাড়ীর সড়ক ও বাড়ীর ভিতরে ঢুকার সড়কটি টিন দিয়ে বন্ধ করে দিয়েছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।