মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ২০২২, শুক্রবার সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ মাহফুজুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ- উপাচার্য অধ্যাপক ড: মো: মাহবুবুল আলম জোয়ার্দার, মাননীয় ট্রেজারার অধ্যাপক ড: মো: আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মাননীয় উপাচার্য অধ্যাপক ড: মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বে, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় ১৯৭১ সালের এই দিনে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমি বাংলাদেশের বিজয়ের জন্য আত্মোৎসর্গকারী জানা-অজানা সকল শহীদকে গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় স্মরণ করছি।
মাননীয় উপাচার্য বলেন, বিজয়ের দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দুর্নীতিমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা।