আজ ৫২তম মহান বিজয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এই দিনে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকহানাদারদের পরাজিত করে দেশ স্বাধীন করে বাংলার মুক্তিসেনারা।
৩০ লাখ শহীদ ও দুই লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই মহান বিজয় দিবস। সারাদেশে নানা আয়োজন উদ্ধিপনায় একযোগে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈরে দিনব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে ৫২তম মহান বিজয় দিবস। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের সঞ্চালনায় আয়োজিত বিজয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, পৌরসভার মেয়র মজিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিনসহ সকল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা, প্রশাসনিক কর্মকর্তাসহ প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রথমে ভোরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ পরে শান্তি পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।