মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজে অসহায় দুঃস্থ রোগিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ফুলকুঁড়ি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়।
সকাল ৯ টা থেকে শুরু এই ফ্রী মেডিকেল ক্যাম্প চলে দুপুর ২ টা পর্যন্ত এ ফ্রি মেডিকেল ক্যাম্প চলে।
এ সময় পরিদর্শনে আসেন, খাজা বদ্রুদ্যজা হাসপাতালের চেয়ারম্যান ডা: মো: বখতিয়ার। এ সময় পুরোপুরি কলেজের স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক সাংবাদিক কবি এম তুষারী সঙ্গে ছিলেন।
হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার বক্তিয়ার জানান, অত্র এলাকার প্রায় দুই শতাধিক গরীব দুস্থ রোগীদের চিকিৎসা প্রদান করা হয়। এ সময় গ্রুপ পরীক্ষা, মেডিসিন বিষয়ক চিকিৎসা, ডায়াবেটিস পরীক্ষাসহ ৪-৫ ধরনের রোগের চিকিৎসা করা হয়।