গাজীপুরের জেলার রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ (বুধবার) অপরাহ্নে বিদ্যালয়ের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে ও নবম শ্রেণির শিক্ষার্থী ফারহানা আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত
আলােচনা সভায় বক্তব্য রাখেন ইকবাল সিদ্দিকী কলেজের প্রভাষক গোলাম কিবরিয়া জুয়েল, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সাবিকুন নাহার তিন্নি, নবম শ্রেণির শিক্ষার্থী ইমতিয়াছ আহমেদ শিখন ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাফা আহমেদ।
আলোচনা সভাশেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহিফল। দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা কেফায়েত উল্লাহ।