বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও যুবলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চন্দ্রা পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।পরে মিছিলটি চন্দ্রাস্থ এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চন্দ্রা ফ্লাইওভারের নিচে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি মো: মুরাদ কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,সহ প্রমূখ।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত আবারও মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। সারাদেশে অগ্নি-সন্ত্রাস করার পাঁয়তারা করছে। তবে আর তাদের সেই নৈরাজ্যের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। এবার প্রতিরোধ গড়ে তোলা হবে।
এসময় উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ সহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন