মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী এড: আ ক ম মোজাস্মেল হক এম পি বলেছেন.“যারা অল্প স্ংখক পুলিশের ধাওয়াতেই মাঠে টিকতে পারেনা তারা আবার আওয়ামীলীগকে হুমকি দেয়। আওয়ামীলীগ কচুপাতার পানি নয় ঝাকি দিলেই পড়ে যাবে । পল্টনে বিএনপি’র নেতা কর্মীরা পুলিশের উপর আক্রমন এবং সরকারী গাড়ি ভাংচুর করার পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। যারা অল্প স্ংখক পুলিশের সামনে টিকতে পারে না তারা আবার আওয়ামীলীগকে হুমকি দেয়। আওয়ামীলীগের নেতা কর্মীরা মাঠে নামলে বিএনপি’র নেতাকর্মীরা তাদের পায়ের তলে পড়ে পিষ্ঠ হয়ে মারা যাবে। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমেই আসতে হবে। জনগনের দ্বারে দ্বারে যান তাদের কাছে ভোট চান ,জনগনের কাজ করেন, নির্বাচনের মাধ্যমে ক্ষতায় আসেন। এছাড়া তিনি বলেন যারা এতিমের টাকা চুরি করে তারা জনগনের সম্পদ রক্ষা করবে কি ভাবে , তারা আবার জনগনের উন্নয়ন করবে কি ভাবে।”
এছাড়া তিনি আরও উল্লেখ করেন, কালিয়াকৈর উপজেলায় রাস্তাঘাট উন্নয়নসহ নানা উন্নয়নমুলক কাজ হচ্ছে। বিএনপির আমলে কালিয়াকৈরের গ্রামাঞ্চলে রাস্তাঘাটের কোন উন্নয়ন হয়নি। বর্তমানে প্রতিটি অঞ্চলে ব্যাপক উন্নয়নমুলক কাজ হচ্ছে।
বৃহস্পতিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় নির্মিত পাকা রাস্তাসহ ভবন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। উপজেলার বিভিন্ন এলাকায় সাড়ে ১৭ কি মি পাকা রাস্তা ও দুইটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করা হয়।
বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফরিদ আহাম্মেদের সঞ্চালনায় এসময় অনুষ্ঠঅনে অন্যান্যের মধে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, বোয়ালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাদত হোসেন, উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী নাসরিন আরা পোষনসহ অন্যান্যরা।