গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক এলাকায় মঙ্গলবার রাতে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে স্ত্রী ফাতেমা আক্তার নিজের গায়ে আগুন দিয়েছেন। এতে পুড়ে গেছে হাত-পা সহ শরীরের বিভিন্ন অংশ।
দগ্ধ হলেন, কালিয়াকৈর উপজেলার আন্দারমানি এলাকার সুরুজ আলীর স্ত্রী ফাতেমা আক্তার (৪৫)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফাতেমা আক্তার ও সুরুজ আলী চাচাতো ভাই ও বোনের সাথে গত ২৮ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে হয়। উপজেলার আন্ধারমানিক এলাকায় মঙ্গলবার রাতে স্বামী সুরুজের অত্যচার সহ্য করতে না পেরে স্ত্রী ফাতেমা বেগম নিজের শরীরের কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তার ডাক চিৎকারে পরিবার ও এলাকাবাসী এগিয়ে আসলে ততক্ষণের তার নিজের শরীরের বিভিন্ন অংশ আগুনে পুড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ঢাকা শেখ হাসিনা বার্ন ইউনিট ভর্তি করেন।
স্বামী সবুজ আলী জানান ,আমি গাড়ি নিয়ে বাইরে ছিলাম আমার বোন আমাকে খবর দিলে তখন বাড়িতে এসে দেখতে পাই আমার স্ত্রীর শরীল আগুনে পুড়ে গেছে।
মেয়ের ভাই ইসলাম উদ্দিন জানান , ২৮ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় । তার স্বামী সরুজ আলী মাঝে মধ্যে অনৈতিক কাজে লিপ্ত থাকে এই বিষয় নিয়ে নিজেদের মধ্যে বসা হয়েছে। কিন্তু কোন ভাবেই তাকে সংশোধন করা যাচ্ছে না। এই নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই সূত্র ধরে গতকাল রাতে আমার বোনের নিজের শরীরে আগুন ধরিয়ে দেন । এখন সে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি আমার জানা নেই । তবে এখনই খোঁজ নিয়ে দেখা হচ্ছে।