গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন তাঁতী লীগের দুই সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা তাতী লীগের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে জাহিদ হাসানকে সভাপতি, মোঃ রুকন সওদাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূণার্ঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটি আগামী তিন বছরের জন্য করা হয়েছে। গত ২৯ নভেম্বর মৌচাক ইউনিয়নের মাঝুখান উচ্চ বিদ্যালয় মাঠে এ তাঁতী লীগের সম্মেলন অনুষ্ঠিত হলেও সেদিন কমিটি করতে পারেনি আয়োজক নেতাকর্মীরা।
উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষণা করা হয়েছে। তবে কমিটির অন্যান্যে পদে ৭১ সদস্য আগামী ১৫দিনের মধ্যে তালিকা করে উপজেলা কমিটির মাধ্যমে কেন্দ্রে পাঠানোর অনুরোধ করা হয়েছে।