কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শিক্ষা মেধাবৃত্তি প্রকল্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রতনপুর সেন্ট্রাল স্কুলে অনুষ্ঠিত শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় এসময় উপজেলার ২১ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী দিনব্যাপী দুই সিপ্টে অংশগ্রহণ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে একটা দিন ৫০ হাজার টাকার বৃত্তি প্রদান করা হবে। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিব উল ইসলাম, সাধারণ সম্পাদক ধানসিঁড়ি পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ নুরুল ইসলাম,সহ অংশগ্রহণকারী স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ। এসময় কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মোঃ রাকিব উল ইসলাম বলেন আমাদের এই কালিয়াকৈর কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ২০১০ সাল থেকে প্রতিবছর শিক্ষা মেধাবৃত্তি প্রকল্প ধারাবাহিক ভাবে বাস্তবায়ন করে আসছি এবং বিগত বছরেও এই শিক্ষা মেধাবৃত্তি প্রকল্প চালু থাকবে।