গাজীপুর

ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির আন্তঃহাউজ ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত

গাজীপুরে ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল অ্যান্ড কলেজ, কচি-কাঁচা একাডেমি ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তঃ হাউজ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২২ এর চূড়ান্ত খেলা শনিবার (২৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

ছাত্র-ছাত্রীরা দুর্বার, দূরন্ত, দুর্জয় ও দিগন্ত নামক চারটি হাউজে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হাউজ ভিত্তিক বালক-দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দিগন্ত হাউজ এবং রানার-আপ হয় দুরন্ত হাউজ। হাউজভিত্তিক বালিকা-দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন হয় দুর্জয় হাউজ এবং রানার আপ হয় দুর্বার হাউজ।

অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরে বালক-একক খেলায় চ্যাম্পিয়ন হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ৭১৩৩ বাদশা এবং রানার আপ হয় একই শ্রেণির ৭১২৭ শান্ত। উচ্চ মাধ্যমিক স্তরে বালিকা-একক খেলায় চ্যাম্পিয়ন হয় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ৭০৫৬ তিশা এবং রানার আপ হয় একই শ্রেণির ৭২১৯ পূজা। মাধ্যমিক স্তরে বালক-একক খেলায় চ্যাম্পিয়ন হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ৬৫৫২ রবিউল এবং রানার আপ হয় নবম শ্রেণির শিক্ষার্থী ২৯২৮ সাব্বির। মাধ্যমিক স্তরে বালিকা-একক খেলায় চ্যাম্পিয়ন হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ৩৩২৯ সামিহা এবং রানার আপ হয় নবম শ্রেণির শিক্ষার্থী ৫৮০২ মম।

প্রাথমিক স্তরে বালক-একক খেলায় চ্যাম্পিয়ন হয় পঞ্চম।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker