নির্বিঘ্নে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে স্বাভাবিক রাখতে রবিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে কালিয়াকৈর থানা পুলিশ। থানা ইনচার্জ আকবর আলী খান এর নেতৃত্বে বিকেল সারে তিনটার দিকে শুরু এই উচ্ছেদ অভিযান চলে ঘন্টা ব্যাপি।
এ সময় সফিপুর বাজারে ফুটপাতে ও ফ্লাইওভারের নিচে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৫ শতাধিক দোকান উচ্ছেদে করে পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার তদন্ত ওসি আবুল বাসার সহ প্রসাশনিক কর্মকর্তারা। পরে ঘন্টা ব্যাপি চলা উচ্ছেদ শেষে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফুটপাত সহ ফ্লাইওভারের নিচে দোকান বসিয়ে বেবসা করে আসছে কিছু কতিপয় অসাধু ব্যাক্তি। এতে করে সড়কের পরিবেশ নষ্ট হচ্ছে। অপরদিকে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। এছাড়া আসে পাশের স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলে বাধা সৃষ্টি সহ নানা সময় ঘটছে দুর্ঘটনা। এসব সমস্যা সমাধানে ও নির্বিঘ্নে ফুটপাত দিয়ে পথচারীদের চলাচলে স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার খাড়াজোড়া থেকে মৌচাক পর্যন্ত মহাসড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।