গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় আজ থেকে তিন দিন ব্যাপি শুরু হয়েছে আইডিয়াল বই মেলা উৎসব ২০২২।
বৃহস্পতিবার সকালে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই বই মেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া। এ সময় উপস্থিত ছিলেন কবি ও কথা সাহিত্যিক অমূল্য সরকার অমল,অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক এর সফিপুর শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, প্রথম আলোর জেলা প্রতিনিধি মাসুদ রানা, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফারদিন ফেরদৌস সহ প্রমুখ এসময় আরো উপস্থিত ছিলেন স্কুল ও কলেজ শাখার ছাত্র-ছাত্রী এবং সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
আজ থেকে শুরু এই বইমেলা সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে তিন দিনব্যাপী এবার এই বইমেলায় থাকছে দেশি-বিদেশি সহ শিশু কানুন থেকে শুরু করে উপন্যাস কবিতা গল্প ভ্রমণ ও বিভিন্ন গল্পের বই সহ বইয়ের সংখ্যা প্রায় ৩০০০০ হাজার। এছাড়াও রয়েছে বইয়ের ছয়টি স্টল, স্টল গুলোর নাম করা হয়েছে যথা, রবীন্দ্রনাথ ঠাকুর বই ঘর, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বইঘর, পল্লীকবি জসীমউদ্দীন বই ঘর, শুকান্ত ভট্টাচার্য বইঘর, কথা ও সাহিত্যিক হুমায়ূন আহমেদ বইঘর,কবি জীবনানন্দ দাশ বইঘর, এছাড়া তিন দিনব্যাপী চালায় বইমেলা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এসময় আইডিয়াল বইমেলায় উপস্থিত বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান বলেন, ‘শিক্ষার্থী ও সাধারন মানুষের মাঝে বই পড়ার আগ্রহ তৈরী ও অভ্যাস গড়ে তোলার জন্যই বই মেলার আয়োজন করা। কিন্তু এতো মানুষের ভালোবাসা ও আগ্রহ বইমেলার প্রতি এটা আমার ধারণা ছিল না। সবাই তাদের পছন্দের বই কিনছে এটা দেখে আমি খুবই আনন্দিত।গত দুই বছর ধরে আমরা এই বইমেলার আয়োজন করে আসছি। এছাড়া ভবিষ্যতেও আমরা এই বইমেলা অব্যহত রাখবো।’