বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি এক যুগ পেড়িয়ে ১৩ বছরে পদার্পণ উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে প্রেসক্লাব মিলনায়তন উপলক্ষে কেক কাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে মোহনা টিভি র কালিয়াকৈর উপজেলার প্রতিনিধি আলহাজ্ হোসেনের সভাপতিত্বে ও কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদির সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিতহয় । মোহনা টিভির আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান , উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক চম্পা আক্তার, সহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রথমে একটি আনন্দ শোভাযাত্রা প্রেসক্লাব চত্বরে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সামনে দিয়ে পরে প্রেসক্লাবের সামনে শেষ হয়।পরে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের আয়োজন শেয় হয়।