বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন।এই স্লোগানটির মধ্য দিয়ে পালিত হলো ৫১- তম জাতীয় সমবায় দিবস ২০২২।
শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা সাবিরা খানের সঞ্চালনায় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিকদার মোশারফ হোসেন সহ প্রমুখ। এসময়ে আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর বাজার বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক জনাব, হারুনুর রশিদ ও ১২৭ প্রতিষ্ঠান থেকে আগত সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।