গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আনসার একাডেমী তিন নাম্বার গেইট এলাকায় ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে সরক পারাপারের সময় চন্দ্রাগামী তাকাওয়া পরিবহনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দুপুরে আনুমানিক ১:২০ মিনিটের দিকে আল ফারুক নামের কারখানার সামনে এ ঘটনা ঘটে।স্থানীরা জানান নিহত ব্যক্তি সড়ক পারাপারের সময় গাজীপুর চৌরাস্তা থেকে ছেড়ে আসা তাক ওয়া পরিবহনের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।নিহত ব্যক্তির পরিচয় এখনো সনাক্ত করা সম্ভব হয়নি।খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক মো: শহিদুল ইসলাম শহীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয়েছে তবে এখনো পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।