গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনে সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার জনে।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাতটার দিকে আইসিইউতে মারা যান দগ্ধ সিরাজুল ইসলাম টুটুল (২৮)। তিনি ময়মনসিংহ জেলার কোতোয়ালী উপজেলার মৃত সাইদুল ইসলাম এর ছেলে।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন।
এ সার্জন জানান, সিরাজুল ইসলাম টুটুলের শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল।
এদিকে এ ঘটনায় আরও এক জন চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান আল-আমিন।