গাজীপুরের কালিয়াকৈর-নবীনগর সড়কের ওয়ালটন কারখানার সামনে গত শনিবার রাতে একদল ছিনতাইকারীর ধাওয়া খেয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল জুবায়ের হোসেন নামের এক কলেজ শিক্ষার্থীর ।
নিহত কলেজ শিক্ষার্থী হলো, বরিশাল জেলার সদর থানার শহীদুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১৮)। সে ঢাকার সাভারের আশুলিয়া থানা এলাকার একটি প্রাইভেট কলেজের শিক্ষার্থী ছিল।
সালনা কোনাবাড়ী হাইওয়ে পুলিশ রোববার সকালে নিহত কলেজ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতা মর্গে প্রেরণ করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, জুবায়ের হোসেনসহ চার বন্ধু মিলে দুটি মোটর সাইকেল যোগে গত শনিবার সকালে সাভারের আশুলিয়া বাতানটেক এলাকা থেকে ঘুরে বেড়ানোর জন্য বের হন। তারা মোটরসাইল যোগে টাঙ্গাইল জেলার ও গাজীপুরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হয়ে চন্দ্রা ত্রিমোড় দিয়ে রাত সাড়ে তিনটার দিকে বাড়ির উদেশ্যে রওনা হয়। নিহত জুবায়ের হোসেনসহ এরপর চন্দ্রা ত্রিমোড় এলাকায় জুবায়েরসহ বন্ধুরা মিলে কয়েক ঘন্টা অবস্থান করে। পরে চন্দ্রা থেকে তারা পূনরায় বাড়ীর উদ্দেশ্যে মোটরসাইল নিয়ে রওয়ানা হয়।
চন্দ্রা-নবীনগর মহাসড়কের ওয়ালটন কারখানার এলাকায় গেলে সামনে সড়কে থাকা অজ্ঞাত একটি পিকআপ ও কয়েকজন ছিনতাইকারী দেখে থমকে দাড়ায় দুই মোটর সাইকেলের আরোহীরা। পিকআপের পিছন থেকে সংর্ঘবদ্ধ কয়েকজন ছিনতাইকারীরা তাদের গতিরোধ করে। জুবায়ের হোসেন ছিনতাইকারীর হাতে বড় রামদা দেখে প্রাণে বাঁচার জন্য ভয়ে মোটরসাইকেল ফেলে দৌড়িয়ে সড়ক অতিক্রম করে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় চন্দ্রা থেকে নবীনগরগামী অজ্ঞাত একটি ট্রাক জুবায়েরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এসময় ট্রাকের চাপায় জুবায়ের হোসেনের দেহ খন্ড বিখন্ড হয়ে সড়কে পড়ে থাকে। ওই মূহুর্তে তার সাথে থাকা অন্য বন্ধুরাও ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে দ্রুত চন্দ্রা ত্রিমোড়ে চলে যায়।
নিহতের বন্ধু আব্দুল্লাহ আল মামুন জানান, রাত তিনটার দিকে দুইটি মোটর সাইকেল যোগে দক্ষিণ চন্দ্রার ওয়ালটন কারখানার সামনের এলাকায় পৌছালে ছিনতাইকারীরা একটি পিকআপ দিয়ে গতিরোধ করেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দারালো দা দিয়ে কুপাতে চাইলে মোটর সাইকেলের পিছনে বসা জুবায়ের দৌড়ে সড়ক অতিক্রম করে পশ্চিম পাশের দিকে যেতে থাকে। এ সময় নবীনগরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এ দৃশ্য দেখে ছিনতাইকারীরা পিকআপ ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যায়।
সালনা (কোনাবাড়ি থানা) হাইওয়ে থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) চান মিয়া জানান, রোববার সকালে খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে করে শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত জুবায়ের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হয়েছে সে নেশাগ্রস্থ ছিলেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।