জাতীয় শ্রমিক লীগ কালিয়াকৈর উপজেলা শাখার উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিকুর সঞ্চালনায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয় অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সময়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রফিকুল ইসলাম তুষার, পৌর শ্রমিক লীগের সভাপতি হাজী হারিউজ্জামান খান, উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জসিম উদ্দিন সহ আ’লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।