গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রুপনগর এলাকা থেকে সোমবার রাতে পুলিশ শাহনাজ বেগম(৩৫) নামে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।
রাতেই পুলিশওই এলাকার আব্দুর রহিমের বাড়ীর ৪র্থতলা থেকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছেন। নিহত শাহনাজ বেগম মানিকগনজ জেলার সাটুরিয়া থানার কালিকাবাড়ী এলাকার সাইদুল ইসলামের স্ত্রী। তিনি ছোট ভাই সাইফূল ইসলামের সফিপুরস্থ ভাড়া বাড়িতে গত চারদিন আগে বেড়াতে আসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত শাহনাজ বেগম ও তার স্বামী সাইদুল ইসলাম দুই জনই সৌদি প্রবাসী। গত দুই মাস আগে স্বামী স্ত্রী দুজনে দেশে আসেন। শাহনাজ বেগম কালিয়াকৈর উপজেলার রুপনগর এলাকায় তার ছোট ভাই সাইফুল ইসলামের বাড়ীতে বেড়াতে আসেন। সোমবার বিকেলে তার ভাই সাইফুলের ভাড়া বাড়ীর ৪র্থ তলায় দরজা বন্ধ পায়। পরে দরজা ভেঙ্গে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় । পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে।
মৌচাক ফাঁড়ি এস আই শাহ আলম জানান, ভাইয়ের বাড়ী বেড়াতে এসে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্বহত্যা করে। পারিবারিক কলহের জের ধরে আত্বহত্যা করে বলে তার ভাই জানিয়েছে। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডেকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।