গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তানহা হেলথ কেয়ার হাসপাতালে রোববার সন্ধ্যায় ভুল চিকিৎসায় শিশু আরিফা আক্তার মৃত্যুর অভিযোগ উঠেছে।
নিহত আরিফা আক্তার (১৩), কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার পাটোয়ারী পাড়ার এলাকার আশরাফুল ইসলামের মেয়ে। সে উপজেলার সিনাবহ খন্দকার পাড়া নওশের আলীর বাসায় ভাড়া থাকতো। সে সিনাবহ খন্দকার পাড়া মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার তানহা হেলথ কেয়ার হাসপাতালে মাথা ও পেট ব্যথা হলে রোববার
সকালে তাকে হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। সেখানে রোগীকে চিকিৎসা সেবা দেন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাকে চিকিৎসা দেন ডাঃ হুসনী আমিন দুলন। ভুল চিকিৎসার এক পর্যায়ে ওই শিক্ষার্থী মৃত্যুর কোলে ঢলে পরে।
পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে এবং হাসপাতালের সামনে লোকজন জড়ো হয়।
একপর্যায়ে হাসপাতালে কর্তৃপক্ষ তাদেরকে কৌশলে সরিয়ে দেন।
রোগীর ভগ্নিপতি হিমেল হোসেন বলেন, আমার শালী মাথা ব্যাথা নিয়ে চিকিৎসার জন্য আসে। তাকে হার্ডের চিকিৎসা দেওয়া হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে।
তানহা হেলথ কেয়ার হাসপাতালের ম্যানেজার গোলাম মোস্তফা জানান, রোগী দুর্বল অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। রোগীকে সাথে সাথে বিভিন্ন ঔষধ দিয়ে স্যালাইন করা হয় । এ সময় রোগীটি আরো বেশি অসুস্থ হলে অন্যত্র হাসপাতালে রেফার্ড করা হয়। মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে। তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।