গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পাশে এফ সি চায়নিজ রেস্টুরেন্টে “Improving access to wash services for RNG industry and workers project” প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার সকালে সাজেদা ফাউন্ডেশন এর আয়োজনে ও আলহাজ্ব মান্নান দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হোসেন শরীফ মন্ডল, পৌর সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, পৌর বাসা বাড়ির মালিকগন। সাজেদা ফাউন্ডেশন এর পক্ষে এ সময়ে উপস্থিত ছিলেন, প্রজেক্ট ম্যানেজার শামীমা বেগম, প্রজেক্ট অফিসার মোস্তাকিম আলম সরদার, হাইজিন প্রমোশনাল অফিসার রেশমা আক্তার, কমিউনিটি মোবিলাইজার রুবিনা আক্তার, হাইজিন প্রোমোটার আকলিমা জাহান, কমিউনিটি মোবিলাইজার একেএম কামরুজ্জামান ভূঁইয়া সহ প্রমূখ।
এই প্রজেক্ট আর্থিক সহায়তায় দিচ্ছেন SAJIDA FOUNDATION. প্রকল্প বাস্তবায়ন কারী সংস্থা SAJIDA Foundation কারিগরী ও বাস্তবায়ন সহযোগিতায় বাস্তবায়নকারী এক নজরে ওয়াশ ফর আরএমজি কালিয়াকৈর, গাজীপুর ।
শ্রমিকদের বাসস্থান ও স্কুলে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাতধোয়ার ব্যবস্থা উন্নতকরণ ও সুযোগ বৃদ্ধি করা, কমিউনিটি স্কুল এবং পোষাক কারখানায় স্বাস্থ্যবিধি ও নিরাপদ মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা চর্চার জন্য এ সংক্রান্ত সচেতনতার বার্তাগুলিতে সকলের সুযোগ বৃদ্ধি করা বৃষ্টিরপানি সংগ্রহ ও ব্যবহারের সুযোগ তৈরির মাধ্যমে পোষাক কারখানার উৎপাদন এবং অন্যান্য ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানি উত্তোলন কমানো & 3 Improving Access to WASH Services for RMG Industry and Workers Project গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার শফিপুর ও পার্শ্ববর্তী এলাকা কাঙ্খিত ফলাফল হিসেবে নারীদের প্রয়োজনে এবং কোভিড -১৯ এর ঝুঁকির বিষয় বিবেচনা করে লক্ষ্য অনুযায়ী শ্রমিকদের বাসস্থান ও স্কুলে নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও হাতধোয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে পোষাক শ্রমিক এবং তাদের পরিবারের মধ্যে স্বাস্থ্যবিধি সচেতনতা এবং স্বাস্থ্যবিধি চর্চা উন্নত হয়েছে একটি পোষাক কারখানার ভূগর্ভস্থ পানির উত্তোলন ও ব্যবহার হ্রাস পেয়েছে ।
প্রকল্পের প্রধান কাজ : পোষাক শ্রমিকদের বাসস্থানে নিরাপদ পানির ব্যবস্থা স্থাপন, সংস্কার করা, পোষাক শ্রমিকদের বাসস্থানে উন্নত স্যানিটেশন ব্যবস্থা নির্মাণ, সংস্কার করা ৩. পোষাক শ্রমিকদের বাসস্থান ও পোষাক কারখানায় হাতধোয়ার স্থাপনা নির্মাণ, সংস্কার করা ১ টি পোষাক কারখানায় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ব্যবস্থা করা ২টি স্কুলে সকলের ব্যবহার উপযোগী স্যানিটেশন সুবিধার ব্যবস্থা করা প্রকল্পের লক্ষ্যমাত্রাঃ ১. ১ টি পোষাক কারখানায় বৃষ্টির পানি সংগ্রহ ও ব্যবহারের ব্যবস্থা করা ২. ২,৩০০ মানুষ বাসস্থান ও স্কুলে নিরাপদ পানি এবং উন্নত স্যানিটেশন সুবিধা পাবে ৩. ২,০০০ নারী পোষাক শ্রমিক তাদের কারখানায় মাসিককালীন সময়ের নিরাপদ স্বাস্থ্যবিধি সচেতনতামূলক তথ্য পারে ৪. ৯,৩০০ মানুষ পোষাক কারখানা, বাসস্থান ও স্কুলে হাত ধোয়ার সুবিধা পারে টি, ৯,৩০০ মানুষ পোষাক কারখানা, বাসস্থান ও স্কুলে স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতার তথ্য সহায়তাসহ নানা উন্নয়নমূলক কাজ করছে সাজেদা ফাউন্ডেশন এর একদল কর্মী।