গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়াপাম্প এলাকায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে গেছে ৬ টি ঝুটের গোডাউন।
মঙ্গলবার (২৩ আগস্ট) রাত সারে এগারোটার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেরাত ১ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত রাত ১১ টা ৩০ মিনিটের দিকে স্থানীয় ওই ঝুট গোডাউনে আগুনের লেলিহান শিখা তাৎক্ষণিক পাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়লে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৫ টি গোডাউন সম্পন্ন পুড়ে যায়। এদিকে এখন ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ডাম্পিং এর কাজ করছে। ঘটনার পর থেকে ঝুট গোডাউনের মালিকেরা পলাতক রয়েছে। উল্লেখ্য গত কয়েক মাস আগে ও এই একই গোডাউনে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় পুড়ে যায় ভিতরে থাকা দুটি পিকআপ ভ্যান সহ একটি মোটরসাইকেল এই ঘটনার চার মাস না যেতেই ফের অগ্নিকাণ্ড বিষয়টি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন গোডাউন মালিকরা।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আমরা রাত সাড়ে ১১ টার পর আগুন লাগার খবর পাই। পরে আমাদের ৩ টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ৫ টি গুদামের সব মালামাল পুড়ে গেছে। ঘটনার পর থেকে মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান গোডাউনে মালিককে খুঁজে পাওয়ার পর জানা যাবে।