গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির (বিডিইউ) ছাত্রী হলে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর পোস্টার ছেঁড়ায় জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবিতে পরীক্ষা বর্জন করেছে একদল শিক্ষার্থী। একইসাথে বিশ্ববিদ্যালয়টির সকল প্রকার একাডেমিক কার্যক্রম বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
সোমবার (২২ আগস্ট) সকাল থেকে তারা এ কর্মসূচি শুরু করে।
এসময় বিডিইউ ছাত্রলীগের সংগঠক, মির্জা আবু সাঈম, তৌফিক হাসান তুষার, মেহেদী হাসান শিশির, অনিমা জামান প্রমা, মেহেদী হাসান বাপ্পী বক্তব্য রাখেন।
তারা বলেন, শোকের মাসে জাতির জনকের পোস্টার ছিঁড়ে, ন্যাকারজনক আচরণ করা স্বাধীনতা বিরোধীদের এই বিশ্ববিদ্যালয়ে আর ঠাঁই নেই। তাদের হল থেকে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে।
তারা জানায়, এর আগে গত ১৭ আগষ্ট রাতে কয়েকটি পোস্টার ছেঁড়ার প্রতিবাদে ছাত্রী হলের সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে তদন্ত কমিটি গঠন করে বিচার দাবি করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তবে এখনো কোন প্রতিকার না পেয়ে আন্দোলনে নামতে বাধ্য হয়েছে তারা।
তাদের সাথে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও কর্মসূচি পালন করছে।