১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর প্রেসক্লাবের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুব আলম মেহেদীর সঞ্চালনায় কালিয়াকৈর প্রেসক্লাবের হল রুম অনুষ্ঠিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচাল ডাক্তার মোঃ বখতিয়ার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শরীফ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের কবি এম তুষারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সরকার আব্দুল আলিম, সহ প্রেসক্লাবে সকল সাংবাদিক ও উপজেলার লেখক কবি বৃন্দ। অনুষ্ঠানে প্রথমে ১৫ ই আগস্ট ভয়াবহ কালো রাতে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি আলোচনা শুভ অনুষ্ঠিত হয়।