গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে পৌর আ’লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়ের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সিকদার, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর আলী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, সফিকুল ইসলাম বিদুৎ, ৯নং ওয়ার্ড আ’লীগের সভাপতি আমিরুল ইসলাম লিংকন, আইয়ুব মন্ডলসহ আরো অনেকে।
এসয় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।