গাজীপুর সিটি করপোরেশনের বাসন ভোগড়া এলাকায় মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে বুধবার ভোওে পুলিশ বাক প্রতিবন্ধী কিশোরীর লাশ উদ্ধার করেছেন। নিহতের নাম মোছা: মিতু (২২)।
পুলিশ জানায়, গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানার ভোগড়া বাইপাস মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র গাজীপুরের শ্রীপুর থানার মামলা নং ৪৯। নিত ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে মিতু নিবাসী হিসাবে ছিলো। গত মঙ্গলবার দিবাগত রাতের মিতু কোন এক সময়ে ওই কেন্দ্রের তৃতীয় তলায় টয়লেটের ভিতরে লিংটোনে গলায় ওড়না পেচিয়ে আত্ম হত্যা করে।
কেন্দ্রের অন্য নারীরা দীর্ঘ সময় টয়লেটের দরজা বন্ধ দেখে দরজার সিকিরি ভেঙ্গে ভেতরে লাশ ঝুলতে দেখে কর্তৃপক্ষকে জানায়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিরাপদ আবাসন কেন্দ্রের সুপার পারভীন আক্তার বলেন, বুধবার ভোরে টয়লেটে একটি রডের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মিতুর ঝুলন্ত লাশ দেখতে পায় কেন্দ্রের অন্য বাসিন্দারা। তারা অফিসের লোকজনকে খবর দেয়। পরে বাসন থানার পুলিশ এসে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মালেক খসরু জানান, তাকে নির্যাতনের বিষয়ে এখনও কোনো আলামত পাওয়া যায়নি। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।