গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মকিষবাথান এলাকায় টিএনটি বটতলা মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ব্যাটারী চালিত অটোরিক্সার চালকসহ ৫ জন নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০.৫০ মিনিটে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানায় কেপি পরিবহনের কালিয়াকৈর স্ট্যান্ড থেকে চন্দ্রমুখী ও ইতিহাস পরিবহন চন্দ্রা থেকে কালিয়াকৈর বাসস্ট্যান্ডে যাওয়ার সময় চারজন যাত্রীসহ এক অটোরিক্সাকে পিছন থেকে ধাক্কা দিলে অটোরিকশা টি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝপথে চলে গেলে অপরদিক থেকে আসা কেপি পরিবহন চাপা দিয়ে চলে যায় এসময় ঘটনাস্থলেই অটোরিক্সা চালকসহ দুইজন মৃত্যু হয় । পরে আরো তিন যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঐখানে আরো ১ জনের মৃত্যু হয়। বাকি দুজনের অবস্থা খারাপ হলে ১ জনকে ফজিলাতুন্নেছা হসপিটালে মারা যায় এবং ওপর জনকে মির্জাপুরের কুমুদিনী হসপিটালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। রাতেই নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহতরা হলেন – টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অটোরিক্সা চালক মোঃ নজরুল ইসলাম (৩৫) , বরগুনা জেলার মেহেদী হাসান (৩২), কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলীর মোঃ আতিকুল ইসলাম(৩৫) ও কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার মোঃ রুবেল হোসেন (৩০)। আহত অবস্থায় অজ্ঞাত আরেকজন মির্জাপুরের কুমুদিনী হসপিটালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একজনের পরিচয় এখনো সনাক্ত হয়নি।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান, কালিয়াকৈর থেকে চন্দ্রাগামী ইতিহাস পরিবহন টিএনটি মোড়ে বটতলায় পৌছালে একটি অটো রিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে এবং বাকি তিনজন বিভিন্ন হাসপাতালে মৃত্যু ঘটে। তবে নিহতদের আত্মীয়দের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।