কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত রুবেলের পরিবারের আহাজারিতে বারি হ’য়ে উঠেছে এলাকা। নিহত রুবেল রাত ১০ টার দিকে স্থানীয় মাহমুদ ডেনিশ নামক তৈরি পোষাক কারখানা থেকে ডিউটি শেষে ফিরছিলেন বাসায় অটোরিকশা করে। পরে উপজেলায় মকিষবাথান এলাকায় টিএনটি বটতলা মোড়ে এলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এর আগে রাত সারে দশটার দিকে তার মায়ের সাথে শেষ কথা হয়। নিহতের মা কান্না জড়িত কন্ঠে বলেন আমি খোকা ফোন করে বলেছি বাবা তুমি কোথায় আমাকে শুধু বললো ” আর মাত্র দশ মিনিট লাগবে মা” আমি বললাম সাবধানে এসো বাবা আমার সাবধান কথাটি যে চিরতরে সত্যি হয়ে যাবে আমি বুঝতে পারিনি।আমার ছেলে ভাত নিয়ে অপেক্ষা করতে বললো একসাথে খাবে বলে। আর এক সাথে খাওয়া হলোনা।এই কথা গুলো নিহত রুবেলের মা বলছিলেন আর বার বার কান্নায় ভেঙ্গে পরেন। নিহত রুবেলের কোরআনের হাফেজি পড়া শেষ করে টঙ্গী স্থানীয় এক মাদ্রাসা থেকে অনার্স শেষ করে স্থানীয় মাহমুদ ডেনিশ নামক তৈরি পোষাক কারখানায় মেকানিক হিসেবে নিয়জিত ছিলেন।কর্মস্থল থেকে রাতে ফেরার পথেই এ ঘটনা ঘটে।
উল্লেখ গতকাল শনিবার রাত ১০.৫০ মিনিটি গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার মাখিসবাতান বটতলা এলাকায় কালিয়াকৈর টু চন্দ্রা আঞ্চলিক সড়কে কেপি পরিবহন, ইতিহাস পরিবহন ও ব্যাটারী চালিত অটোরিক্সা সংঘর্ষে এই দূর্ঘটনা ঘটে। এতে অটোরিকশা চালকসহ ৫ জন নিহত হয়। ঘটনাস্থলে ২ জন ও অপর তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে মৃত্যু বরণ করে।
নিহতরা হলেন – টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার অটোরিক্সা চালক মোঃ নজরুল ইসলাম (৩৫) , বরগুনা জেলার মেহেদী হাসান (৩২), কালিয়াকৈর উপজেলার বাজহিজলতলীর মোঃ আতিকুল ইসলাম(৩৫) ও কালিয়াকৈর উপজেলার লতিফপুর এলাকার মোঃসাইদুল ইসলাম রুবেল হোসেন (৩০)। আহত অবস্থায় অজ্ঞাত আরেকজন মির্জাপুরের কুমুদিনী হসপিটালে নেয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর একজনের পরিচয় এখনো সনাক্ত হয়নি।
এ ঘটনায় ইতিহাস পরিবহনের বাসটিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াদিন।
এ ঘটনার দিন রাতেই নিহতদের লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
কালিয়াকৈর থানার এস আই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।