গাজীপুরের শ্রীপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার(২৮ জুলাই) শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্য দিয়ে এই উপজেলার ‘৭১-এর রনাঙ্গনের অকূতভয় বীর মুক্তিযোদ্ধাদের হাতে ডিজিটাল সনদ ও স্মার্ট আইডি কার্ড তুলে দেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
শ্রীপুর উপজেলা প্রশাসন আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তরিকূল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন সবুজ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ’লীগের সভাপতি জননন্দিত রাজনৈতিক এড সামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন,মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার সহ প্রশাসন এবং জেলা উপজেলা পৌরসভা ও ইউনিয়নসমুহের আ’লীগ ও সহযোগি সংগঠনের নেতৃতৃবৃন্দ।