গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুলের কৃতি শিক্ষা্থীদের সংবর্ধনা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এর প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও বাংলা প্রভাবক সাজিয়া আফরিনের সঞ্চালনায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজর প্রফেসর মো: মেজবাহ উদ্দিন সরকার, বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন কৃতি শিক্ষা্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক অসিম ভিবাকর,প্রভাবক শহিদুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, গোলাম নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন, চাপাইর বংশী বদর স্কুলের প্রধান শিক্ষক আতোয়ার রহমান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকা ও ছাত্রছাত্রীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় অত্র প্রতিষ্ঠানের কৃতি শিক্ষা্থীদের মাঝে পুরস্কার বিতরণসহ অভিভাবকদের ফুল দিয়ে বরণ করা হয়।