গাজীপুর কালিয়াকৈর উপজেলার সফিপুর, পল্লী বিদুৎ বাজার মন্ডলপাড়া, রাখালিয়াচালা,আন্দারমানিক, মৌচাক এলাকাসহ বিভিন্ন স্থানে ১ সপ্তাহ ধরে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ থাকায় মানবেতর জীবনযাপন করছে এইসব এলাকার বাসিন্দারা।
উল্লেখ, কয়েকদিন আগে বৃষ্টির ভারি বর্ষনে পৌরসভার বিভিন্ন এলাকায় প্লাবিত হলে পৌরসভা কতৃপক্ষ পানি নিষ্কাসনের জন্য মূল সুয়ারেজ লাইনে জমে থাকা ময়লা আবর্জনা অপসারণের জন্য ভেগো ব্যবহার করলে এ সময় নিচে থাকা তিতাস গ্যাস লাইনের পাইপ ক্ষতিগ্রস্থ হলে পার্শভ্তি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। এদিকে গ্যাস না থাকায় এইসব এলাকার বাসিন্দাদের ভোগান্তি চরমে দাড়িয়েছে।
অবশেষে বুধবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এপেক্স ফুটওয়ার লিমিটেডের সামনে ফেটে যাওয়া তিতাস গ্যাস লাইন মেরামতের চেষ্টা করছে। কিন্তু পানির স্রোত বেশী থাকায় মেরামতের কাজ ব্যহত হচ্ছে বলে জানান তিতাস গ্যাস কতৃপক্ষ।