গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রেললাইন বাজার পাকার মাথা এলাকায় সানোয়ার হোসেন (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি উপজেলার মেদি আশুলাই এলাকার সিদ্দিকুর হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নয়টার দিকে উপজেলার রেললাইন বাজার কালামপুর পাকার মাথা এলাকায় রেললাইন লাইনের ক্রসিং পারাপারের সময় ঢাকা গামী উত্তরবঙ্গ থেকে ছেরে আসা আজ্ঞাত নামা একটি ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এসময় সাথে থাকা অটোরিকশাটি ধুমরে মুছরে যায়।
পরে খবর পেয়ে নিহতের স্বজনরা রেল কতৃপক্ষ কে না জানিয়েই লাশ উদ্ধার করে নিহতের গ্রামের বাড়ি নিয়ে যায়।