গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা জোরাপাম্প এলাকায় রবিবার সকালে সানচেরী বডি ফ্যাশন্স বিডি ম্যানু: লিমিটেড নামক তৈরি পোষাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করছে। এদিকে শ্রমিকদের সাথে কথা না বলেই রাতের অন্ধকারে কারখানা বন্ধের নোটিশ টাঙ্গিয়েছেন কতৃপক্ষ।
শ্রমিকরা জানান, গতকাল ১৮ জুন বিকেল ডিউটি শেষ করে শ্রমিকরা বাসায় যায়। প্রতিদিনের ন্যায় ১৯ তারিখ সকালে কর্মস্থলে এসে শ্রমিকরা কারখানার গেইটে বন্ধের নোটিশসহ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কারখানা কতৃপক্ষ জানান কারখানা আপাতত বন্ধ থাকবে। আর যারা বেতন নিবে তারা রিজাইন দিয়ে টাকা নিবে।
এর আগে ৮ জুন রাতের অন্ধকারে কারখানার মালামাল সরিয়ে অন্যত্র নিচ্ছে এমন সংবাদ পেয়ে কারাখার শ্রমিকরা গেইটে মধ্যরাত পর্যন্ত অবস্থান করলে পরে কতৃপক্ষের বেতন পরিশোধ আশ্বাসে অবস্থান ধর্মঘট তুলে নিয়ে বাসায় চলে যায় শ্রমিকরা। ১৬ জুন বকেয়া বেতন পরিশোধ করলেও দুই মাসের ওভারটাইম পায়নি শ্রমিকরা।
এ ঘটনায় ঐ কারখানার নিরাপত্তা বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, ৯ তারিখ থেকে কাজ না থাকায় শ্রমিকরা সারাদিন বসে থেকে বিকালে ছুটি দেয়া হয়। তিনি আরো জানান, কাজ না থাকায় কারখানা বন্ধ করে দেয়া হয়েছে কাজ আসলে আবার খুলে দেয়া হবে তবে শ্রমিকদের বেতন দেয়া হবে বলে জানান। তবে কারখানার গেইটে বন্ধের নোটিশ এর বিষয়ে তার কিছু জানা নেই।
কারখানার কম্প্লায়েন্স ম্যানেজার সেলিম রেজা জানান, ২ সপ্তাহ ধরে কোন কাজ নেই তাই শ্রমিকদের প্রতিদিন বসিয়ে রাখা হয়। এদিকে কাজ নেই অথচ বিদুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। তবে কাজ এলে আবার কারখানা চালু রাখা হবে তবে শ্রমিকদের বেতন পাওনা ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে।
এ ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ইনচার্জ মোকাদ্দেম আলী জানান, কারখানা কতৃপক্ষের সাথে কথা হয়েছে তারা ওভারটাইম খুব দ্রুত দিবে তবে রানিং মাসের বেতন মাস শেষ হলে দিবে।