গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শুক্রবার দুপুরে পৌরসভা ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভা ওয়ার্ড জাতীয় পার্টির সম্মেলনে কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির সদস্য সচিব মো: আব্দুল জলিলের সঞ্চালনায় কালিয়াকৈর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক রুস্তম শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার জাতীয় পার্টির যুগ্ন-আহ্বায়ক মো: রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির, মো: আ: মান্নান মিলন সধারন সম্পাদক, জাতীয় শ্রমিক পাটি গাজীপুর জেলা ও আন্তর্জাতিক শ্রমও বিষয়ক সম্পাদক জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটিরকেন্দ্রীয় কমিটির সদস্য মো: নজরুল ইসলাম বাবু।
আরো উপস্থিত ছিলেন, মো: সুলতান উদ্দিন খান সাবেক সহ-সভাপতি, জাতীয় পার্টি গাজীপুর জেলা, মো: ফজল সরকার যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর পৌরসভা, জাতীয় পার্টি। কালিয়াকৈর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমূখ।