গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন ১৫ জুন ৪নং মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ব্যস্থ সময় পার করছেন চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা। এদিকে এলাকার প্রতিটি পাড়া মহল্লায় ছেয়ে প্রার্থীদের পোষ্টার ব্যানার ফেস্টুনে। এরি মধ্যে অনেকেই ভোটারদের ধারে ধারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। আর সারাদিন চলছে মাইকিং প্রচারণা। মৌচাক ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাসীরা এখন অপেক্ষা করছেন কে হবে কাংখিত মেম্বার।
এদিকে ওয়ার্ডের প্রতিটি ভোটারের কাছে গিয়ে ভোট ও দোয়া চাইছেন তারুণ্যের প্রতীক যুব সমাজের আইকন দেলোয়ার হোসেন ফুটবল প্রতিকে নির্বাচন করছেন।
তিনি গণমাধ্যমকে জানান, জনসাধারণের ভোটে বিজয়ী হলে ওয়ার্ড একটি মাদকমুক্ত ও শিক্ষানির্বর একটি সমাজ গড়ার। এদিকে তার নির্বাচিত এলাকায় হাবিবপুর, আজুলীপাড়া,আন্দারমানিক এলাকায় বেপক প্রচার প্রচারণা সময় পার করছেন।