গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার এলাকায় এপেক্স উইভিং কারখানার শ্রমিকরা গতকাল বিক্ষোভ মিছিল করে। এর একদিন না পেরুতেই ফের মানববন্ধন কর্মসূচি পালন করেছে পোশাক কারখানার শ্রমিকরা।
শুক্রবার সকালে উপজেলার সফিপুর বাজার এলাকায় ফ্লাইওভার ব্রীজ নিচে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এপেক্স উইভিং কারখানা প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে ফের মানববন্ধন কর্মসূচি করে। এ সময় মহাসড়কে সাময়িক যানচলাচল বিঘ্ন ঘটে। এ সময় নাশকতা এরাতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও কালিয়াকৈর থানা পুলিশ কঠোর অবস্থান নেয়।
উল্লেখ, ঈদের ছুটির শেষে গত ৯ মে কারখানার খুলা থাকার কথা থাকলেও এপেক্স উইভিং এর শ্রমিকরা কারখানায় কর্মস্থলে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশ সহ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। গত ১২ দিন ধরে বেশ কয়েকবার অবস্থান ধর্মঘট করে আসছে কারখানার শ্রমিকরা ।
এ বিষয়ে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম জানান, যে পর্যন্ত মালিক পক্ষ শ্রমিকদের দাবি দাওয়া না মেনে নিবে সেই পর্যন্ত এই কর্মসূচি চলমান থাকবে।
তিনি আরো জানান, অতিলম্বে শ্রমিকদের দাবি দাওয়া মেনে না নিলে আরো কঠিনতম পদক্ষেপ গ্রহন করা হবে।
এ সময় উপস্থিত বক্তব্য রাখেন এপেক্স উইভিং লিমিটেড এর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সরকার। মানববন্ধন কর্মসূচি পালন শেষে শ্রমিকরা আবারো বিক্ষুপ মিছিল করে।
এ সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সাময়িক সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।