গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এপেক্স উইভিং কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার চন্দ্রা পল্লী বিদুৎ বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সার্ভিস লাইন দিয়ে এপেক্স উইভিং কারখানা প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করে। এ সময় মহাসড়কে যানচলাচল সাভাবিক রাখতে ও কোন প্রকার নাশকতা এরাতে গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ কঠোর অবস্থান নেয়।
এর আগে ঈদের ছুটির শেষে গত ৯ মে কারখানার খুলা থাকার কথা থাকলেও এপেক্স উইভিং এর শ্রমিকরা কারখানায় কর্মস্থলে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে বন্ধের নোটিশসহ তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এদিকে যথা সময়ে কর্মস্থলে যোগদান না করতে পেরে শ্রমিকরা কারখানার গেইটে অবস্থান ধর্মঘট পালন করে। সারাদিন অবস্থানের পর বিকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আশ্বাসে মালিক পক্ষ্য শ্রমিকদের সাথে কথা বলবে এই মর্মে ধর্মঘট উঠিয়ে নিলেও বকেয়া বেতনের সুরাহা হয়নি। এতে শ্রমিকরা আরো ক্ষিপ্ত হয়ে ১২ মে উপজেলার সফিপুর বাজারে অবস্থান ধর্মঘট করার চেষ্টা করলে পুলিশ এসে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে দীর্ঘ ১১ দিন ধরে চলা অবস্থান ধর্মঘট শেষে কারখানার সামনে থেকে শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বিক্ষোভ মিছিল টি পূর্ব চান্দরা রেললাইন বাজার হয়ে চন্দ্রা পল্লী বিদুৎ বাজারের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকা হয়ে পাষা গেইট এলাকার এসে মিছিল টি শেষ হয়।
এ সময় কারখানার সামনে ৫ শতাধিক শ্রমিক নিয়ে ইউনিয়ন শ্রমিক নেতারা উপস্থিত বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, এপেক্স উইভিং লিমিটেড এর শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলম সরকার।
এ সময় শ্রমিক নেতারা জানান, ১৭ ও ১৮ মে কারখানার মালিক পক্ষ দফায় দফায় বৈঠক শেষে শ্রমিক ও মালিক পক্ষের কোন সমঝোতা আসতে পারেনি। এদিকে শ্রমিকদের দাবি আগামী ৩০ মে এর মধ্যে সকল বকেয়া বেতন পাওনাদি মিটিয়ে দাওয়ার দাবি থাকলেও মালিক পক্ষ ও শ্রমমন্ত্রনালয়ের কর্ম কর্তাগন আগামী ১৫ জুনের মধ্যে সকল বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন। ফলে এই সিদ্ধান্ত শ্রমিকরা না মেনে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বিক্ষুপ মিছিল করে।
এ বিষয়ে গাজীপুর ইন্ড্রাষ্টিয়াল পুলিশের ইনস্পেক্টর আবু মোসাদ্দেম আলী জানান, শ্রমিকদের দাবি ৩০ মে বকেয়া বেতন দেওয়ার। আর মালিক ও শ্রমমন্ত্রনালের কর্ম কর্তারা ১৫ জুন বকেয়া বেতন পরিশোধ কথা বলেছেন। এ বিষয়ে আবার বৈঠক হবে বলে জানান।