গাজীপুরের কালিয়াকৈরে নুরুল গ্রুপের রায়হান নীট কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে উপজেলার চন্দ্রা এলাকার নুরুল গ্রুপের রায়হান নীট কম্পোজিট কারখানায় সারে নয়টার দিকে ৬ তলা ভবনের ৫ তালার ফেব্রিক্সের গোডাউন থেকে আগুনের সুত্রপাত। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।