গাজীপুর

গ্রিল কেটে প্রেসক্লাবের মালামাল চুরি, জঙ্গল থেকে মোটরসাইকেল উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাকিশ বাতান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবের সামনের গ্রিল কেটে এল ইডি টেলিভিশন ও মূল্যবান কাগজপত্রসহ মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ সময় প্রেসক্লাবের পাশের জঙ্গলে থেকে একটি ডিসকাভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।  শনিবার (০৭মে) রাতে উপজেলার মাকিশ বাতান এলাকায় কালিয়াকৈর প্রেসক্লাবে এ ঘটনা ঘটেছে।

প্রেসক্লাবের কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঈদুল ফিতরের ছুটিতে প্রেস ক্লাবের কার্যক্রম বন্ধ থাকায়। শনিবার রাতের কোনো এক সময় প্রেসক্লাবের বারান্দার গ্রিল কেটে ও সভাপতি মন্ডলীর কক্ষের তালা ভেঙে ৪২ ইঞ্চি এলইডি একটি টেলিভিশন ও মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রোববার সকালে সভাপতি সাধারণ সম্পাদকসহ সদস্যবৃন্দরা ক্লাবে আসলে দেখতে পায় বারান্দার গ্রিল কাটা ও কক্ষে তালা ভাঙ্গা, দরজা খোলা। পরে কক্ষের ভেতরে ঢুকে দেখতে পায় টেলিভিশনসহ মালামাল চুরি হয়ে গেছে।

বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানালে, তাৎক্ষণিক কালিয়াকৈর থানার অপারেশন ওসি মনিরুজ্জামান খানসহ পুলিশ সদস্যরা প্রেসক্লাব পরিদর্শন করেন।

এ সময় প্রেসক্লাবের পাশে জঙ্গলের ভিতরে ডিসকভার একটি মোটরসাইকেল দেখতে পায়। পরে পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে।

কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা জানান, প্রেসক্লাবের গ্রিল কেটে মালামাল নেওয়া ঘটনাটি নিন্দনীয়। দ্রুত অপরাধীকে গ্রেফতার করার আহ্বান জানান তিনি।

কালিয়াকৈর থানা পুলিশের অপারেশন ওসি মনিরুজ্জামান খান ঘটনাটি নিশ্চিত করেছেন। তবে প্রেসক্লাবে পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। দ্রুত অপরাধীদেরকে ধরার চেষ্টা চলছে।

Author


Discover more from MIssion 90 News

Subscribe to get the latest posts to your email.

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker